লিগ্যাম হোম কি?

লিগ্যাল হোম একটি বাংলাদেশের আইনি সংস্থা। আমরা মূলত বিচার ব্যবস্থা এবং আইনি জ্ঞান বৃদ্ধি নিয়ে কাজ করি। অনেক আইনজ্ঞ, ছাত্র, আইনজীবী লিগ্যাল হোমের সাথে সংযুক্ত থেকে কাজ করছে। আমাদের প্রধান স্লোগান হলো, “আপনার সুরক্ষা, আমাদের প্রত্যাশা”। এই ডিজিটাল যুগে মানুষ প্রথমেই কোন কিছুর সহজ সমাধান ইন্টারনেটে খোঁজে থাকে, এমনকি তা আইনি সহায়তাও। আমাদের লিগ্যাল হোমের অনেক কর্মকর্তা সবসময় প্রস্তুত থাকে সাধারণ মানুষকে মোবাইলে আইন পরামর্শ দিতে। এরপরেও যদি কারো সরাসরি গুরুত্বপূর্ণ কোন লিগ্যাল হেল্প প্রয়োজন পড়ে তাতেও আমাদের কর্মকর্তারা সহযোগিতা করে থাকেন। প্রধানত আমাদের ওয়েবসাইট ইংরেজী ভার্সনে, পাশাপাশি একটি বাংলা ওয়েবসাইট ও রয়েছে। বর্তমানে বিশ্বে এই দুই ভাষাভাষির মানুষজন আমাদের আইনি সেবা নিতে পারছেন। আমরা ইতিমধ্যেই একটি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি যাতে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে মানুষকে আইনি নানান ব্যাপারে সচেতন করা যায়। একজন সদস্য, পরামর্শক, সেচ্ছাসেবী কিংবা ছাত্র হিসেবে আপনাকে লিগ্যাল হোমে স্বাগতম।
আমরা বিশ্বাস করি একদিন দেশের সকল নাগরিক তাদের দেশের আইন এবং নিয়ম নিয়ে সচেতন হবে।